যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনের পুলিশ জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান গেমস চলাকালীন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করা হয়। খবর আল-জাজিরার।