যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হওয়া দুই কন্যাকে যেভাবে ফিরে পেলেন মা
চলমান ইউক্রেন যুদ্ধের কারণে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুই রুশ কিশোরী। সম্প্রতি কাতারের মধ্যস্থতায় নিজ দেশে এবং মায়ের কোলে ফিরেছে দুই বোন। শুক্রবার রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদিকে দুই কিশোরীকে ফিরিয়ে দিতে মধ্যস্থতা করায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।