‘রঙ কোনো বিষ নয়’: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের রায়, ক্রিস্টি নোয়েমের তীব্র সমালোচনা
ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। সান ফ্রান্সিসকোতে মার্কিন জেলা আদালতের বিচারক ট্রিনা থম্পসন একদল অভিবাসীর জন্য ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) বাতিলের পরিকল্পনা আটকে দেন। তার ৩৭ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের অভিবাসীদের লক্ষ্য করে নেওয়া এই সিদ্ধান্ত ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক বিদ্বেষে’ প্রভাবিত এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী লঙ্ঘন করে।