একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন ইস্যুতে কোনো জাতীয় ঐক্য হবে না: সালাহউদ্দিন
একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না। এ কথা বলেছেন সম্প্রতি নাহিদ ইসলামের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একসাথে করার প্রস্তাব দেওয়ার পর। তিনি বলেন, গণপরিষদ শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম, জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে ‘এ টু জেড’ সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম, সংবিধানের ব্যাপক সংশোধনী। এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। তিনি বলেন, বিভিন্ন রকমের শব্দাবলি এবং যেগুলো রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অপ্রয়োজনীয় ব্যবহার যেন না করি।
একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।