জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ছাত্র ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। এ রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দেব না। জুলাই সনদ হতে হবে, এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে।