Web Analytics

মঙ্গলবার সকালে হেমায়েতপুরে সড়ক অবরোধ করে জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকেরা বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, ছুটি এক দিন বাড়িয়ে ১০ দিন করা, চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার আন্দোলন করে কারখানাটির শ্রমিকরা। এর জেরে পুলিশ ৬ শ্রমিককে আটক করে। তাদের এখনও পুলিশ ছাড়েনি। তাদের মুক্তি ও দাবি নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করছে শ্রমিকরা। পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ঈদকে সামনে রেখে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।’

25 Mar 25 1NOJOR.COM

সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ সোর্স

সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকালে হেমায়েতপুরের ঋষিপাড়ায় অবস্থিত জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকেরা হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কটির দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।