Web Analytics

মঙ্গলবার ‌কু‌ড়িগ্রামের রৌমারীতে অবস‌রকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করেছেন জামায়াত নেতা কাদের মোল্লা। এতে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষণ কর্মকর্তা রাজা মিয়া আহত হন। জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা নমিনী-আমিরসহ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার স্ত্রীর অবসরভাতার কাগজপত্র দেখান। কাগজপত্র যাচাই করে দেখেন হিসাবরক্ষণ কর্মকর্তা। কাগজে ভুল থাকায় স্বাক্ষর করেননি তিনি। স্বাক্ষর না করার কারণে কাদের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করেন।

18 Jun 25 1NOJOR.COM

কু‌ড়িগ্রামের রৌমারীতে অবস‌রকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে।

নিউজ সোর্স

হিসাবরক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা

‌কু‌ড়িগ্রামের রৌমারীতে অবস‌রকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে।