Web Analytics

বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান সতর্ক করেছেন, এনজিও বা কর্পোরেট প্রতিষ্ঠানের নীতিতে দেশ চালালে তা বিপর্যয় ডেকে আনতে পারে। পিআরআই সেমিনারে তিনি এনবিআর কর্মকর্তাদের ঘুষ নেয়ার অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচনের জন্য মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন। বাংলাদেশ ব্যাংকের ডলার নিয়ন্ত্রণ ও দুর্বল শুল্ক চুক্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের আবেগপ্রবণ ও জটিল সমাজে স্থিতিশীলতা আনতে হলে সরকারে জনগণের আস্থা অর্জন জরুরি।

24 Jul 25 1NOJOR.COM

এনজিও বা কর্পোরেট স্টাইলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

নিউজ সোর্স

এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না: ড. মঈন খান

এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সতর্ক করে বলেছেন, এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে। কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়।