থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত, পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনার পরদিন সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গাইবান্ধার সাঘাটা থানায় বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত যুবক থানায় ঢুকে এএসআই মহসিন আলীকে মাথা ও হাতে ছুরিকাঘাত করে এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর হামলাকারী থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে পালায়। রাতভর খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত এএসআই মহসিন আলী বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত।
সাঘাটা থানায় বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত যুবক থানায় ঢুকে এএসআই মহসিন আলীকে মাথা ও হাতে ছুরিকাঘাত করে। এরপর হামলাকারী থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে পালায়। পরদিন হামলাকারীর মরদেহ উদ্ধার হয়।
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনার পরদিন সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।