ব্রিটিশ রাজতন্ত্রে পরিবর্তনের বার্তা যুবরাজ উইলিয়ামের
অ্যাপল টিভিপ্লাস শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’-এর জন্য উইন্ডসর ক্যাসলে যুবরাজের সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেতা ইউজিন লেভি। আলাপের একপর্যায়ে ইউজিন জানতে চান, ভবিষ্যতে রাজা হলে যুবরাজ উইলিয়াম কী করবেন। যুবরাজ বলেন, ‘মনে করি এভাবে বলতে পারি যে, আমার করণীয় তালিকায় রয়েছে পরিবর্তন। ভালোর জন্য পরিবর্তন।