Web Analytics

অ্যাপল টিভিপ্লাসের দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার অনুষ্ঠানে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে যুবরাজ উইলিয়াম জানিয়েছেন, তিনি রাজা হলে ব্রিটিশ রাজতন্ত্রে অর্থবহ পরিবর্তন আনতে চান। উইন্ডসর ক্যাসলে অভিনেতা ইউজিন লেভির সঙ্গে আলাপচারিতায় প্রিন্স অব ওয়েলস বলেন, তিনি “ভালোর জন্য পরিবর্তন” আনতে চান, যাতে তাঁর সন্তানরা ভবিষ্যতে গর্ববোধ করে। কোন নিয়ম বদলাতে চান, তা স্পষ্ট না করলেও উইলিয়াম জানান, পরিবর্তন তাঁকে ভয় নয়, বরং উদ্দীপ্ত করে। ভাই হ্যারির সঙ্গে শৈশবের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুরোনো অনুপযুক্ত অভ্যাসগুলো আর রাখতে চান না। বিবিসির প্রতিবেদনে রাজপ্রাসাদের সূত্র জানায়, এটিই ছিল তাঁর সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকার। গত বছরকে জীবনের সবচেয়ে কঠিন সময় বলে উল্লেখ করে উইলিয়াম বলেন, রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখতে ঐতিহ্য নিয়ে প্রশ্ন তোলা দরকার—“আজকের যুগে এগুলো কি এখনও উপযুক্ত?”

05 Oct 25 1NOJOR.COM

এক টেলিভিশন শো-র জন্য দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারের বড় পুত্র তথা হবু রাজা প্রিন্স উইলিয়াম স্পষ্ট বললেন, ‘আমি রাজা হলে রাজতন্ত্রে বেশ কিছু নিয়ম বদল করতে চাই, ভালোর জন্য। এমন কিছু করতে চাই যার জন্য পরে আমার সন্তানরা গর্ব করবে।’

নিউজ সোর্স

ব্রিটিশ রাজতন্ত্রে পরিবর্তনের বার্তা যুবরাজ উইলিয়ামের

অ্যাপল টিভিপ্লাস শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’-এর জন্য উইন্ডসর ক্যাসলে যুবরাজের সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেতা ইউজিন লেভি। আলাপের একপর্যায়ে ইউজিন জানতে চান, ভবিষ্যতে রাজা হলে যুবরাজ উইলিয়াম কী করবেন। যুবরাজ বলেন, ‘মনে করি এভাবে বলতে পারি যে, আমার করণীয় তালিকায় রয়েছে পরিবর্তন। ভালোর জন্য পরিবর্তন।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।