গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যানজটে চরম দুর্ভোগ
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকার লুমেন টেক্সটাইলের শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে, গাজীপুরের টঙ্গীতে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।