Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাংক ও লাকি মারওয়াত জেলায় ভারতীয় মদদপুষ্ট বলে দাবি করা নয়জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ৬ ডিসেম্বর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে এই সন্ত্রাসীরা নিহত হয়।

আইএসপিআর জানায়, ট্যাংক জেলায় সাতজন এবং লাকি মারওয়াতে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক হামলায় জড়িত ছিল বলে জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাস দমনে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

06 Dec 25 1NOJOR.COM

খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সেনার অভিযানে ভারতপন্থি ৯ সন্ত্রাসী নিহত

নিউজ সোর্স

পাকিস্তানে সশস্ত্র বহিনীর অভিযানে ভারতপন্থি ৯ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাংক ও লাকি মারওয়াত জেলায় ভারতীয় মদদপুষ্ট ৯ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজের। 
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে