Web Analytics

বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড ও পুলিশ অংশ নেয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন কয়েকটি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় এক চালক তার অটোরিকশা ফেলে রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়, পরে ওই অটোরিকশা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

15 Jan 26 1NOJOR.COM

টেকনাফে যৌথ অভিযানে নৌবাহিনীর ৮০ হাজার ইয়াবা জব্দ

নিউজ সোর্স

টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিচ ইয়াবা জব্দ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০০: ১২
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফ এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।
অভিযান সংশ