ডিসেম্বর ধরেই নির্বাচনি রোডম্যাপ চান নেতারা
সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে করণীয় ঠিক করতে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে বৈঠক হয়।
জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। নেতারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন। নির্বাচনের জন্য এ সময় ধরেই দ্রুত রোডম্যাপের প্রত্যাশা করেন। তারা বলেন, 'ন্যূনতম সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জনগণের রায়ে যেসব রাজনৈতিক দল সরকার গঠন করবে, তারাই পরবর্তী সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করবে।' প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে-এনসিপির নেতাদের এই বক্তব্য নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘যিনি এ কথা বলেছেন, তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না।’
সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে করণীয় ঠিক করতে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে বৈঠক হয়।