ভারতের শেয়ার বাজারে ধস, রেহাই পায়নি টাটা-আম্বানির শেয়ারও
ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে রেহাই পায়নি প্রায় কোনও সংস্থাই। এই তালিকায় রয়েছে আদানি, আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীর অন্তর্গত কোম্পানির শেয়ারও।
ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে আদানি, আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীসহ রেহাই পায়নি প্রায় কোনও সংস্থাই। লোকসানের ভয়ে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করতে থাকেন। ফলে সোমবার সর্বাত্মকভাবে ধসে পড়ে শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’-এর ‘নিফটি’-তে সোয়া তিন শতাংশ পতন লক্ষ্য করা যায় সোমবার। ওই একইদিনে প্রায় তিন শতাংশ পতন দেখা যায় ‘সেনসেক্সে’-এ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণা এর নেপথ্য কারণ। এদিকে ট্রাম্প প্রশাসনকে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে যে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাস করবে!
ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে রেহাই পায়নি প্রায় কোনও সংস্থাই। এই তালিকায় রয়েছে আদানি, আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীর অন্তর্গত কোম্পানির শেয়ারও।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।