সাতক্ষীরায় নির্মাণের তিন বছরেই ধসে পড়ছে সড়ক
সাতক্ষীরা সদর উপজেলার কলকাতা খালের পাড়ে ২০২৩ সালে নির্মাণ করা হয় ১৭০০ মিটার সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত সড়কটিতে ব্যয় হয় ১ কোটি ৪৬ লাখ টাকা। তবে নির্মাণের তিন বছরেই ধসে পড়েছে সড়কের ৪০০ মিটার। এতে ব্যবসা-বাণিজ্য যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি শিক্ষার্থীসহ সদর, দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার মানুষ পড়েছে বিপাকে।