অতি ভারী বৃষ্টির আভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশে সকালবেলায়ই দেখা মিলল বৃষ্টির। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির প্রবণতা কমলেও আকাশ মেঘলা ও আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। রাজধানী ছাড়াও উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।