নির্বাচন প্রশ্নে জামায়াত কি অবস্থান পাল্টাচ্ছে? কী বলছে বিএনপি-এনসিপি
রাজনীতিতে হঠাৎ উত্তাপ। ইস্যু নির্বাচন। ২০২৬ এ রোজার আগেই নির্বাচন হতে পারে এমন আভাস দেওয়া হচ্ছে সরকার থেকে। অন্তত প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটাই বলছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) সংস্কার এবং সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া তারা নির্বাচনে যাবে না বলেও জানিয়েছে। নির্বাচনের সময় নিয়ে অবস্থান পরিবর্তনের কথা অস্বীকার করলেও, তারা প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপিসহ কয়েকটি দলের সংস্কারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে তারা। এতে বিরোধী জোটের ভেতরে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে নির্বাচনের আগে কীভাবে সংস্কার হবে তা নিয়ে।
বিএনপির সঙ্গে বিরোধের মধ্যে নির্বাচনের আগে সংস্কারের দাবিতে জামায়াত ও এনসিপি
রাজনীতিতে হঠাৎ উত্তাপ। ইস্যু নির্বাচন। ২০২৬ এ রোজার আগেই নির্বাচন হতে পারে এমন আভাস দেওয়া হচ্ছে সরকার থেকে। অন্তত প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটাই বলছে।