সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রদলের নেতা সোহেল রাড়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ২৩ আসামির মধ্যে ১৩ জনের নাম উল্লেখ করে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতারা। তারা বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না। এ বিষয়ে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।