ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত
ইরান-ইসরাইল সংঘর্ষের মধ্যে নিজেদের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে আজ মঙ্গলবার জানিয়েছে, ‘তেহরান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।’