আইএমও কাউন্সিলের সদস্য পদে প্রার্থিতা ঘোষণা বাংলাদেশের
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘সি’ ক্যাটাগরির কাউন্সিলর পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেছেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। লন্ডনে স্থানীয় সময় সোমবার আইএমও ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আইএমও মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।