মিয়ানমারে আরেকটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী, বহু সেনা নিহত
মিয়ানমারের মন রাজ্যের বেলিন টাউনশিপে জান্তা বাহিনীর কৌশলগত মায়ে পালে ঘাঁটি দখল করে নিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা। লড়াইয়ের সময় বহু জান্তা সেনা নিহত হয়েছে বলে জানানো হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি।