কোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প
আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিভিন্ন বাণিজ্য অংশীদারদের চিঠি দিয়ে এ কথা জানিয়েছে হোয়াইট হাউস। এখানে বাংলাদেশের মতো তুলনামূলকভাবে ক্ষুদ্র বাণিজ্য অংশীদার থেকে শুরু করে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রধান রফতানিকারক দেশও আছে এই তালিকায়। চলতি বছরের শুরুর দিকে যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প, এটি তার নতুন এক পর্বের সূচনা করছে। খবর রয়টার্স।