Web Analytics

রোববার পল্লবীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো. তোফায়েল আহম্মেদ (২৬)। পুলিশ জানায়, পূর্বাচল এলাকার জনৈক মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় থাকেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেন গত ২১ মার্চ মাহথির মোহাম্মদ খান তমাল। এরপর বাসার চাবি নিয়ে চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দেবেন বলে জানান। পরবর্তীতে সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যান।

Card image

নিউজ সোর্স

RTV 31 Mar 25

পল্লবীর এক বাসা থেকে ৬১ চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।