মীর মুগ্ধকে হত্যার ঘটনার ৪ মিনিটের ভিডিও প্রকাশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন মুগ্ধ। তাকে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ আছে বলে জানান বড় ভাই মীর মাহমুদুর রহমান। ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ৪ মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন মুগ্ধর ভাইয়েরা। তার বড় ভাই মীর মাহমুদুর রহমান বলেন, ‘গুলি করার আগে সেখানে একটা বডি নিয়ে এসেছিল পুলিশ। একটা বডি দিতে এসে আরেকটা বডি ফেলে দিয়ে গেছে। গুলি করার সাথে সাথে মুগ্ধ পড়ে যায়, হাতে সেই পানির বোতল আর বিস্কুটের পলিথিন ধরা। রাস্তায় তার মগজ বের হয়ে পড়ে থাকে।’