Web Analytics

কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন অব্যাহত আছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই কারখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে মানবিক মর্যাদা না দেওয়া এবং এক বছরেও চাকরি স্থায়ী না করার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই মো. ইদ্রিস আলী (২৩) নামে এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেন। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে জেনেছেন ওই শ্রমিক অ্যালুমিনিয়াম ফসফাইড নামে বিষাক্ত পদার্থ সেবন করেছেন, যা তাদের প্রতিষ্ঠানে ছিল না।

Card image

নিউজ সোর্স

গাজীপুরে শ্রমিক আত্মহত্যার ঘটনায় দুই কর্মকর্তাকে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।