Web Analytics

আইএসপিআর দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত যৌথবাহিনী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ৬০৮জন অপরাধীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

Card image

নিউজ সোর্স

গত সাত দিনে (০৩ থেকে ০৯ এপ্রিল) যৌথ বাহিনীর অভিযানে

গত সাত দিনে (০৩ থেকে ০৯ এপ্রিল) যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৬০৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।