Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে সরকার কাজ করছে। জাতীয় এআই নীতি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট, ও টেলিকম পলিসি হালনাগাদের পাশাপাশি, ক্লাউড সক্ষমতা ও পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনলাইনে আবেদন করে কপি ডাউনলোড করাকে ডিজিটালাইজেশন বলা যায় না—সরকার এখন সত্যিকারের ডিজিটাল পরিবর্তনের দিকে এগোচ্ছে। জাতীয় এপিআই হাব গঠন এবং সিটি করপোরেশন ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করার কাজও চলছে। এইসব উদ্যোগ অন্তর্বর্তী সরকার শুরু করলেও, ভবিষ্যৎ সরকার এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

16 Jul 25 1NOJOR.COM

জাতীয় এআই নীতি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট, ও টেলিকম পলিসি হালনাগাদের পাশাপাশি, ক্লাউড সক্ষমতা ও পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে: তৈয়্যব

নিউজ সোর্স

ইন্টারনেটের দাম ও গতি নিয়ে সুখবর দিলেন ফয়েজ আহমদ

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে কাজ করছে সরকার। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ চলছে। সেই সঙ্গে পরিবর্তন আসবে টেলিকম পলিসিতেও।