মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক বসালো সরকার
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে উপ-সচিব সন্দ্বীপ কুমার সরকারকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।