কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি শুরু ৩০ জুলাই
আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম। আগ্রহীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি, ফিশারিজ বিষয়ে এবং দুই বছর মেয়াদি ভোকেশনাল, বিএমটি ও কমার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানে ভর্তি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ জানুয়ারি।