Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। তারা জানায়, শহীদ সাজিদ ভবনের নিচে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রফিক বিন সাদেককে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে শিক্ষক বা শিক্ষার্থীদের ওপর হামলা হয়নি। বিবৃতিতে উত্তেজনায় না জড়িয়ে তদন্ত শেষ হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। যদিও অভিযোগ রয়েছে, ওইদিন ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকারী প্রক্টর ও বাম সংগঠনের নেতাদের গালিগালাজ ও মারধর করেন।

13 Jul 25 1NOJOR.COM

জবির কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। যদিও অভিযোগ, ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকারী প্রক্টর ও বাম সংগঠনের নেতাদের গালিগালাজ ও মারধর করেন।

নিউজ সোর্স

জবিতে শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়নি, দাবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। রোববার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ দাবি করে সংগঠনটি।