Web Analytics

টেকনাফে হারুন নামে এক ব্যক্তির বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার জব্দ করা হলেও মামলা থেকে তা বাদ পড়েছে। বাদী কায়সার আহমেদকে ১৩ এপ্রিল বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত আদেশে উল্লেখ করেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা টাকা ও স্বর্ণালংকার শুল্ক বিভাগে জমা দিতে কিছুটা বিলম্ব হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৭ এপ্রিল তা টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

Card image

নিউজ সোর্স

যৌথবাহিনীর অভিযানের ছবিতে নগদ অর্থ ও স্বর্ণালংকার থাকলেও মামলায় বাদ

কক্সবাজারের টেকনাফে হারুন নামে এক ব্যক্তির বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার জব্দ করা হলেও মামলা থেকে তা বাদ পড়েছে। বিষয়টি নজরে আসায় মামলার বাদীকে আদালতে তলব করা হয়েছে।