জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন বুধবার
জাতিসংঘ বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক ৫ মার্চ জেনেভায় প্রতিবেদনটি উপস্থাপন করবেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এটি ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে। প্রতিবেদন প্রকাশের পর সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। তুর্ক বলেন, প্রতিবেদনটি জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়ক হবে এবং বাংলাদেশের মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।