Web Analytics

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে দুপুর থেকে অবস্থান কর্মসূচি শেষে ‘পদযাত্রা’ করে যমুনার দিকে গিয়েছেন প্রার্থীরা। দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ফিরে এসে আবার সড়কে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। সন্ধ্যার পর ‘লং মার্চ ফর যমুনা’ কমসূচি শুরু করেন তারা। ‎উল্লেখ্য, গত ৮ এপ্রিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি, বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে। এ ছাড়া চাকরিপ্রত্যাশীরা, নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিলের দাবি জানান।

Card image

নিউজ সোর্স

RTV 15 Apr 25

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে ‘পদযাত্রা’ করে যমুনার দিকে গিয়েছেন প্রার্থীরা

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে দুপুর থেকে অবস্থান কর্মসূচি শেষে ‘পদযাত্রা’ করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে গিয়েছেন প্রার্থীরা।