এবার ভারতের খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি আহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে এবার ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সিলেটের বিছানাকান্দি সীমান্তে এবার ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আহত দুজন অবৈধভাবে চিনি আনতে ভারত গিয়েছিলেন। চোরাচালানের লেনদেন নিয়ে খাসিয়াদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় তারা গুলি চালায়। বিজিবি সূত্রে জানা গেছে, বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চিনি আনতে যান। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটে। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন। এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে এবার ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।