Web Analytics

শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. হাবিবুর রহমানের নেতৃত্বে সার্কভুক্ত দেশগুলোর সদস্যরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ ছয়টি দেশের সদস্যরা অংশ নেন। এতে ভারত ও আফগানিস্তান অংশগ্রহণ করেনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের গভর্নর দাসো পেনজোর বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো; তারা বীর শহীদের স্মরণে ফুল দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে।

Card image

নিউজ সোর্স

সাভার জাতীয় স্মৃতিসৌধে সার্কভুক্ত দেশগুলোর শ্রদ্ধা নিবেদন

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সার্কভুক্ত দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা দেশগুলোর সদস্যরা।