পিআর পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট: জামায়াত
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে। প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান, সে পথে আরও রক্তের প্রয়োজন হবে। তাহের বলেন, আপনারা জুলাই চেতনার প্রোডাক্ট। আপনার খুব বেশি ভূমিকা ছিল না, আমরা আপনাকে এনেছি। সুতরাং এটা আপনার দায়িত্ব, আপনি যাইতে পারবেন না। আপনাকে এ দেশকে ঠিক করে যেতে হবে। দেশে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়, এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আরো বলেন, আপনি তো বলেছেন সংস্কারের কথা। আপনার ভাষণ কি শোনাবো? সংস্কার, বিচার, নির্বাচন। এখন আপনি সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে দিছেন। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু যে বিষয়গুলো বলেছেন, সেগুলো শেষ করেই তো নির্বাচন দিতে হবে। ‘জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে’ প্রধান উপদেষ্টাকে অনতিবিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানান তিনি। এই নেতা বলেন, লাখ লাখ মানুষ রাজপথ ঘেরাও করে রাখবে। পরিকল্পিত ইলেকশন হলে নির্বাচন কেন্দ্রে ব্যালট যেতে দেবে না, পরিষ্কার কথা। বিএনপির উদ্দেশে বলেন, আপনারা কেন আন্দোলন করানোর জন্য পরিস্থিতির তৈরি করছেন? আসেন আলোচনা করি। দেশের জন্য যেটা ভালো হবে সেটাই তো আমরা ঠিক করব। তাহের বলেন, নির্বাচন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে রোডম্যাপ ঠিক করেন।
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে। প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান, সে পথে আরও রক্তের প্রয়োজন হবে: তাহের
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।