‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি ও শরবত
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নিতে সকাল থেকেই সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমের মধ্যে আসা এসব মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।