সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, রাকসু নির্বাচন কমিশন গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংসদের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে গঠন করেছে নির্বাচন কমিশনও।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-২০২৬ এর জন্য ফাইন্যান্স বিভাগের প্রফেসর মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে অন্য সদস্যরা হলেন, প্রফেসর মো. নিজাম উদ্দীন (সিন্ডিকেট সদস্য), প্রফেসর এফ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক), প্রফেসর মোহা. এনামুল হক (পরিচালক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র), প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান (সাবেক ডীন, আইন অনুষদ), প্রফেসর মো. আমিনুল হক (পরিসংখ্যান বিভাগ) ও প্রফেসর মোস্তফা কামাল আকন্দ (নৃবিজ্ঞান বিভাগ)। ফেব্রুয়ারি মাসে রাকসু নির্বাচনের রোডম্যাপে বলা হয়, আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংসদের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে গঠন করেছে নির্বাচন কমিশনও।