Web Analytics

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই। তিনি জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাঁদাবাজীই থাকবে না। আরও বলেন, বন্দরে রাজস্ব আয় আগের চেয়ে ৮ দশমিক ৫ ভাগ বেড়েছে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময় জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাড়ি চলে যাওয়ার কথাও বলেন উপদেষ্টা।

Card image

নিউজ সোর্স

দেশের লাভ হলে বিদেশিদের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই: সাখাওয়াত হোসেন

দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।