লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় হতাহত ৬
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬ জন হতাহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
লেবাননের দক্ষিণাঞ্চলের আল-নাবাতিয়া শহরে ইসরাইলের ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মেহের নিউজ। হামলাটি একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইলের এসব হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। হিজবুল্লাহ তাদের অস্ত্র না ছাড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, আর লেবাননের সরকার ইসরাইলি আগ্রাসন নিয়ে নীরব রয়েছে। প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬ জন হতাহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।