ক্যাটারপিলারের শেয়ার বিক্রি : নরওয়ের সার্বভৌম তহবিলকে শুল্ক হুমকি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কার্যক্রমের কারণে নির্মাণ সরঞ্জাম কোম্পানি ক্যাটারপিলারের শেয়ার বিক্রি করে দিয়েছে সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ে অয়েল ফান্ড। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র বলেছে, তারা নরওয়ের এ সিদ্ধান্তে ‘খুবই উদ্বিগ্ন’ ও দেশটির সরকারের কাছে সরাসরি প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে দেশটির সভরেন ফান্ড বা সার্বভৌম তহবিলে শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। খবর এফটি।