Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পিটিআই। এ নিয়ে পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এন নেত্রী আজমা বুখারিকে দায়ী করে বলেন, ‘রাজপ্রাসাদ-সমর্থিত এক চক্রান্ত চলছে, যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা।’ আজমা বুখারি পাল্টা দাবি করে বলেন, ‘ইমরান খানকে তাঁর নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। এদিকে খাইবার পাখতুনখাওয়া’র মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি ‘গভর্নর শাসন’ জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, ‘এই পরিকল্পনার মাধ্যমে আমাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।’

Card image

নিউজ সোর্স

পাকিস্তানে ইমরান খানকে সরাতে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা সক্রিয়

জেলবন্দি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।