ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, রাশিয়ার ভ্যাকসিনে আশার আলো
রাশিয়া ঘোষণা করেছে যে, তাদের পরীক্ষামূলক ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারমিক্স’ (Enteromix) প্রি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। এই অগ্রগতি ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে গবেষকরা আশা প্রকাশ করছেন।