১৬ বছরে ব্যবসা গুটিয়েছে ১৪ বিদেশি এয়ারলাইনস
আওয়ামী সরকারের ১৬ বছরে নানা অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে চট্টগ্রাম থেকে একে একে ১৪টি বিদেশি এয়ারলাইনস কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে। মাত্র দুটি এয়ারলাইনস দিয়ে ‘আন্তর্জাতিক’ নামটি এখনো ধরে রেখেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। অথচ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুই রুটেই যাত্রী পরিবহনে প্রবৃদ্ধি হচ্ছে প্রতিবছর। সংশ্লিষ্টদের অভিযোগ, অনিয়ম আর দুর্নীতির কারণেই এয়ারলাইনসের সংখ্যা কমেছে বন্দরনগরী থেকে।