আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: রফিকুল ইসলাম খান
পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগ আমলে মৃত্যুদণ্ড কার্যকর করা জামায়াতের শীর্ষ ছয় নেতাসহ প্রয়াত সাত নেতার ছেলে একমঞ্চে বক্তব্য দিলেন।
জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না। আরও বলেন, অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার আগে সব গণহত্যার বিচার করতে হবে। সব গণহত্যাকারীদের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের হত্যা করা হয়েছে শহিদ করা হয়েছে, সেসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তা, সাক্ষী, বিচারপতিদের বিচার করতে হবে। উল্লেখ্য, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: রফিকুল ইসলাম খান
পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগ আমলে মৃত্যুদণ্ড কার্যকর করা জামায়াতের শীর্ষ ছয় নেতাসহ প্রয়াত সাত নেতার ছেলে একমঞ্চে বক্তব্য দিলেন।