বিস্ফোরক সংকটে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ
বিস্ফোরক দ্রব্যের (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটের কারণে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং বা পাথর খনি থেকে পাথর উত্তোলন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খবরের সত্যতা নিশ্চিত করেছে খনি কর্তৃপক্ষ।