টানা ব্যর্থতার পর চলতি মৌসুমে ধান-চাল ক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জন
গত কয়েক মৌসুমে সরকারের নির্ধারণ করে দেয়া ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে খাদ্য অধিদপ্তর। খাদ্য সংকট নিরসনে সরকারি গুদামে মজুদের জন্য ধান-চাল কৃষক ও মিল পর্যায় থেকে ক্রয়ের জন্য প্রতি কৃষি মৌসুমে লক্ষ্যমাত্রা দিলেও বিভিন্ন কারণে তা পূরণ করা সম্ভব হয়নি। তবে চলতি বছরে বিপরীত চিত্র দেখা গেছে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য অধিদপ্তরে। চট্টগ্রাম বিভাগে ২ লাখ ২৬ হাজার ৩৪২ টন ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ২৪৯ টন বা সাড়ে ৯৫ শতাংশ ধান-চাল সংগ্রহ হয়েছে।