সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও শীর্ষে ঢাবি, বাকিদের কার কী অবস্থান
২০২৬ সালের জন্য বিশ্বসেরা দেড় হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। আর সে তালিকায় দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। তবে সেটিরও জায়গা হয়নি বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে।