Web Analytics

দাউদকান্দির পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম জানান, কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ৬ শতাধিক নারী-পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত দেড় মাসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দাউদকান্দি পৌরসভার দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পৌর সদরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে দুই ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ছয় শতাধিক। স্থানীয় জনপ্রতিনিধিগণ জনসচেতনতা বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন।

Card image

নিউজ সোর্স

দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত ৬ শতাধিক, ৩ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ৬ শতাধিক নারী-পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ওই এলাকায় দিন দিন ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে গত দেড় মাসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।